Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেলুলয়েডে হকিং


১৪ মার্চ ২০১৮ ১৯:১৫ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:০৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও মহাবিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিং মারা গেছেন ১৪ মার্চ সকালবেলা। এইদিনটি আরেক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্মদিন এবং একই সঙ্গে পাই দিবস হওয়ায় হকিংয়ের মৃত্যু নানা ধাঁচের আলোচনার জন্ম দিচ্ছে। কেউ বলছেন এই মৃত্যু গল্পের মতো সুন্দর; কেউ বলছেন এটি কাকতাল নয়, বরং গোছানো চিত্রনাট্যের অনবদ্য সিনেমা! তবে এই বাস্তবতা সিনেমা না হলেও, হকিংয়ের জীবন ও কর্ম নিয়ে কিন্তু সিনেমা হয়েছে বেশ কয়েকটি।


  • এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম

স্টিফেন হকিংয়ের বিখ্যাত বই ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’-এর শিরোনামে ১৯৯১ সালে বানানো হয়েছিলো একটি জীবনী ভিত্তিক ডকুমেন্টারি। এই ডকুতেই প্রথমবারের মতো হকিংকে তুলে আনা হয় সেলুলয়েডে। ১২০ মিনিট ব্যাপ্তির এই ছবিতে হকিংসহ তার নিকটজনদের বিভিন্ন সাক্ষাৎকার ও বিস্তারিত কথা উঠে আসে।

বিজ্ঞাপন

  • হকিং

২০০৪ সালে ‘হকিং’ শিরোনামে একটি টিভি সিরিজ নির্মাণ করে বিবিসি। টেলিভিশন ফিল্মটিতে হকিংয়ের ভূমিকায় অভিনয় করেন অস্কার মনোনয়ন পাওয়া অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। ছবিটিতে হকিং যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন সে সময়ের ঘটনাগুলো দেখানো হয়। ছবিতে হকিংয়ের প্রেমিকা জেন ওয়াইল্ডের ভূমিকায় অভিনয় করেন লিসা ডিলন।

  • বিয়ন্ড দ্য হরাইজন

এই সিনেমার গল্প অলিভিয়া নামের একজন সাংবাদিককে নিয়ে, যিনি কসমোলজি ও অস্ত্বিত্ববাদ নিয়ে একটি প্রতিবেদন তৈরী করতে হকিংয়ের সাক্ষাৎকার নিতে যান। পরে তাদের আলোচনায় উঠে আসে সময় এবং মহাবিশ্ব সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ তত্ত্ব। ব্রুস নেইবরের পরিচালনায় এই ডকুতেও হকিং নিজে অভিনয় করেন, আর অলিভিয়া চরিত্রে দেখা যায় জসি গ্যামেলকে।

বিজ্ঞাপন
  • হকিং

হকিংয়ের শৈশব ও কৈশোরের গুরুত্বপূর্ণ সব ঘটনা এবং দূরারোগ্য ব্যাধির সঙ্গে তার লড়াইয়ের ঘটনাগুলো দেখানো হয় এই ডকুমেন্টারিতে। এখানেও হকিং নিজেই ক্যামেরার সামনে শেষ বয়সের দৃশ্যগুলোর কাজ করেন। স্টিফেন ফিনিং পরিচালিত এই ডকুর আরেকটি নাম ‘এ ব্রিফ হিস্ট্রি অফ মাইন’।

  • দি থিওরি অফ এভরিথিং

স্টিফেন হকিং-এর জীবনী নিয়ে এই সিনেমা বানানো হয় ২০১৪ সালে। ‘দ্য থিওরি অব এভরিথিং’ শিরোনামের ওই ছবিতে স্টিফেন হকিং চরিত্রে অভিনয় করেছেন ইডি রেডমাইনে। অভিনয়ে নিখুঁতভাবে স্টিফেন হকিংয়ের জীবন ফুটিয়ে তোলায় অস্কারও জিতেছিলেন এই অভিনেতা। স্টিফেন হকিং নিজেও মুগ্ধ হয়েছেন ইডি রেডমাইনের অভিনয়ে। পরে এই অভিনেতাকে নিয়ে তিনি পোস্ট করেছিলেন তার অফিশিয়াল ফেসবুক পেজে। জেন হকিংয়ের চরিত্রে অভিনয়কারী ফেলিসিটি জোনের অভিনয়ও প্রশংসা পেয়েছে অনেক।

কেবল এই পাঁচটি সিনেমাই নয়, চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট আইএমডিবির তথ্য মতে স্টিফেন হকিং অভিনয় করেছেন নয়টি সিনেমা আর ডকুমেন্টারিতে। এছাড়াও এই মহান বিজ্ঞানীর ধারণা বা চিন্তা ব্যবহার করে বানানো ৭২টি সিনেমায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। হকিংয়ের লেখা ব্যবহার করা হয়েছে পাঁচটি সিনেমায়। এছাড়াও তিনি পর্দায় স্বশরীরে এসেছেন কমপক্ষে ৭৪ বার।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর