Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সরে যাচ্ছে ‘পাপ-পূণ্য’


২০ নভেম্বর ২০২০ ১৫:০৪

গিয়াসউদ্দিন সেলিমের ‘লাভ ট্রিলজি’র তৃতীয় ছবি ‘পাপ-পূণ্য’। বছরের শুরুতে সেলিম বলেছিলেন ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি দিবেন। কিন্তু তখন অল্প কিছু শুটিং বাকি থাকায় এবং পরবর্তীতে করোনাভাইরাসের কারণে সে পরিকল্পনা স্থগিত করতে হয়। সরকার সিনেমা হল খুলে দিয়েছে। তাই সেলিম তার ছবিটি মুক্তি দিতে চাইছেন। তার অংশ হিসেবে আগামী সপ্তাহে ‘পাপ-পূণ্য’ সেন্সরে জমা হচ্ছে।

সেলিম বলেন, ছবিটি সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পরই মুক্তির তারিখ ঘোষণা করবো। তবে এর আগে ভালোমত প্রচারণা করতে চাই। যাতে মানুষ ছবিটি সম্পর্কে জানে। চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি দরকার যা ‘পাপ-পুণ্য’র মতো। আগে দুটি ছবি বানিয়েছি সেখান থেকে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো। তাই প্রচারণায় কোনো কমতি থাকবে না। সেন্সর ছাড়পত্র পেলে লুক, টিজার, ট্রেলার উন্মুক্ত হবে।

বিজ্ঞাপন

আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নবাগতা শাহনাজ সুমি অভিনয় করেছেন ‘পাপ-পূণ্য’র প্রধান চরিত্রে। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

গিয়াসউদ্দিন সেলিম চঞ্চল চৌধুরী পাপ-পূণ্য সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর