Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একক নাটক ‘মুখোশের অন্তরালে’


১৯ নভেম্বর ২০২০ ১৬:৪২

আলমগীর সাগর ও আতিকুর রহমান অপু যৌথভাবে পরিচালনা করেছেন ‘মুখোশের অন্তরালে’। নাটকটি রচনা করেছেন আলমগীর সাগর।

‘মুখোশের আন্তরালে’ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরফান সাজ্জাদ, নাদিয়া মীম, ফারজানা ছবি প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, আশরাফ সাহেব খেরকাটি আদর্শ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। স্কুল থেকে দুই তিন কিলোমিটার দূরে একটি নির্জন বাড়িতে একাই থাকেন। সাইকেল চালিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করেন। একই গ্রামের কলেজ পড়ুয়া মেয়ে ইশানা। পার্শ্ববর্তী গ্রামের ছেলে নাহিদ পুলিশে চাকরী করে। একদিন গ্রামে একটি আতঙ্ক ছড়িয়ে পরছে। কয়েকদিন পর পর একজন করে মর্মান্তিকভাবে খুন হচ্ছে। প্রতিটি লাশের সাথে একটি করে চিরকুট পাওয়া যায়। নাহিদ উক্ত থানারই একজন ইন্সপেক্টর। খুনের তদন্তের দায়িত্ব নাহিদের কাঁধে পরে। ইশানাকে ভালোবাসে কিন্তু তদন্তের কাজ করতে গিয়ে তাকে সময় দিতে পারছে না। এদিকে গ্রামে খুনের সংখ্যা বাড়তে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সব খুনের মোটিভ প্রায় একই রকম। কিন্তু কে কি উদ্দেশ্যে একের পর এক খুন করে চলেছে!

এনটিভিতে শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে ‘মুখোশের অন্তরালে’ প্রচারিত হবে।

মুখোশের অন্তরালে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর