Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বায়োগ্রাফি অব নজরুল’ মুক্তি ২০ নভেম্বর


১৯ নভেম্বর ২০২০ ১৩:৪৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ফেরদৌস খান নির্মাণ করেছেন ‘বায়োগ্রাফি অব নজরুল’। প্রামাণ্যচিত্রটি গত ২৯ জুলাই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

প্রিমিয়ার শোর উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পীকার ড শিরীন শারমিন চৌধুরী। উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এ এইস এম মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

প্রিমিয়ার শোতে সাধারণ দর্শনার্থীরা টিকেট কেটেও শো-টি উপভোগ করতে পারবেন। এছাড়া প্রামাণ্যচিত্রটির একটি করে শো সপ্তাহব্যাপী প্রতিদিন সন্ধ্যায় ব্লকবাস্টার সিনেমাসে চলবে।

প্রামাণ্যচিত্রটির দৈর্ঘ্য ৯৪ মিনিট ১২ সেকেন্ড।

‘বায়োগ্রাফি অব নজরুল’ শুরু হবে কাজী নজরুলের জন্মস্থান ভারতের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে। এরপর তার জন্মের সময়ের গল্প, বাবা-মা, আত্মীয়-স্বজন, লেটোদলের গান গাওয়া, মক্তব ও প্রাথমিকে পড়াশোনা, আসানসোলে রুটির দোকানে কাজ, ময়মনসিংহ-ত্রিশালে পড়াশোনা-লজিং এবং আসানসোলে ফিরে স্থানীয় বিদ্যালয়ে ছাত্রজীবনের শেষদিন পর্যন্ত ঘটনা দেখানো হবে। এগুলো ধারাবর্ণনার মাধ্যমে তুলে আনা হবে।

পরিচালক ফেরদৌস খান জানান, প্রামাণ্যচিত্রটির শুটিং হয়েছে ঢাকা, ত্রিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, কলকাতা, চুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, হুগলী, কৃষ্ণনগর ইত্যাদি স্থানে।

এতে নজরুল প্রসঙ্গে কথা বলেন জাতীয় অধ্যাপক ও কবি নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম, জাতীয় অধ্যাপক প্রয়াত ড. আনিসুজ্জামান, আছেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। কবি পরিবারের সদস্যদের মধ্যে কবি পুত্রবধূ প্রয়াত উমা কাজী ও অপর পুত্রবধূ কল্যাণী কাজী, কবি নাতনী খিলখিল কাজী, ভ্রাতুষ্পুত্র চুরুলিয়ার রেজাউল কাজী, প্রয়াত শিল্পী খালিদ হোসেন, শিল্পী খায়রুল আনাম শাকিল, রামানুজ দাশগুপ্ত, ড. নুপুর গাঙ্গুলি, বাধন সেনগুপ্তসহ অনেক শিল্পী গবেষক অংশ নেন।

বিজ্ঞাপন

প্রিমিয়ার শো ফেরদৌস খান বায়োগ্রাফি অব নজরুল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর