Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন গানচিত্র ‘পৃথিবীটা জানুক’


১৬ নভেম্বর ২০২০ ১৪:৪০

তরুণ কণ্ঠশিল্পী নাজিম মোহাম্মদ ও শিল্পী বিশ্বাসের গান ‘পৃথিবীটা জানুক’ প্রকাশিত। গানটি প্রযোজনা করেছে লায়নিক মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে গানটি প্রকাশিত হয়েছে।

‘দুইটা দেহে একটা পরান/ পৃথিবীটা জানুক/ এক পরানে তোমার আমার বাকী জনম কাটুক’— এমন বক্তব্যে গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন ওমর ফারুক বিশাল। গানটির সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।

নতুন গান প্রসঙ্গে নাজিম মোহাম্মদ বলেন, ‘দারুন একটি প্রেমের গান। শিল্পী বিশ্বাস দিদির সঙ্গে গানটি গাইতে পেরে ভালো লেগেছে। আর ওমর ফারুক বিশাল ভাইয়ের কথা ও সুরের কথা কিছু বলার নেই। দর্শক শ্রোতারাই ভালো বলতে পারবেন।’

শিল্পী বিশ্বাস গানটি প্রসঙ্গে বলেন, ‘দ্বৈত কন্ঠের গানটি দারুন মেলোডিয়াস। শ্রোতারা নিরাশ হবেন না।’

নাজিম মোহাম্মদ পৃথিবীটা জানুক শিল্পী বিশ্বাস