Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মনে হয়নি বিদেশি কোনো শিল্পীর সঙ্গে কাজ করছি’


১৫ নভেম্বর ২০২০ ১৭:৫৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৯:৫৩

তিন কিংবদন্তি—পরিচালক সত্যজিৎ রায়, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী ববিতা এক হয়েছিলেন ‘অশনি সংকেত’ ছবিতে। সত্যজিৎ তো তিন দশক হতে লাগলো চলে যাওয়ার। এ তিন সারথির সৌমিত্র তো চলে গেলেন রবিবার (১৫ নভেম্বর)। প্রিয় অভিনেতাকে হারিয়ে ববিতা বাকরুদ্ধ। কষ্টকে চেপে করলেন স্মৃতিচারণ।

ববিতা যখন ‘অশনি সংকেত’ করেন, ১৯৭৩ সালে, তখন তিনি বাংলাদেশের চলচ্চিত্রেই নতুন। আর ভারতীয় বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে সৌমিত্র পরিচিত মুখ। ববিতার মত নবীন একজন শিল্পীকে আপন করে নিয়েছিলেন সৌমিত্র। ‘ওনার সঙ্গে কাজ করে আমার কী যে ভালো লেগেছিল! আমার একেবারেই কী যে ভালো লেগেছিল! আমার একেবারেই মনে হয়নি যে আমি বিদেশে শুটিং করছি বা বিদেশি কোনো শিল্পীর সঙ্গে কাজ করছি।’

বিজ্ঞাপন

সৌমিত্রকে যারা চিনতেন, তারা জানেন তিনি প্রচুর পড়তেন ভালোবাসতেন। দেশ বিদেশের অনেক বিষয়ে ছিল তার নখদপর্নে। ববিতা বলেন, ‘প্রচুর আড্ডা মারতেন দাদা, হাসি-ঠাট্টা করতেন। শুটিংয়ের ফাঁকে কবিতা আবৃত্তি করতেন। কী সুন্দর ছিল তার গলা। মাঝে মাঝে তাকে শরীর চর্চা করতেও দেখেছি।’

কিংবদন্তি এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না ববিতা। তিনি বলেন, ‘যেখানে থাকেন না কেন দাদা, ভালো থাকবেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’

ববিত্‌ অশনি সংকেত সৌমিত্র চট্টোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর