Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লাজমা থেরাপি সম্পন্ন হলো সৌমিত্রের


১৩ নভেম্বর ২০২০ ১৭:০৭

শারীরিক অবস্থা উন্নতি করার প্রচেষ্টা হিসেবে ডাক্তাররা সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। থেরাপির পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খবর এই সময়।

মেডিকেল বোর্ডের প্রধান অরিন্দম কর জানান, থেরাপির পর কিছু সময়ের জন্য হৃদস্পন্দন বেড়ে দিয়েছিল। তবে পরে তা সামাল দেন ডাক্তাররা।

তিনি বলেন, ‘অভিনেতার ফুসফুস, পাকস্থলী ও অন্যান্য অঙ্গের ক্রিয়া স্থিতিশীল রয়েছে। তাঁর একদিন অন্তর প্লাসমাফেরাসিস ও ডায়ালিসিস করা হবে। তার স্নায়বিক অবস্থার দিকটি আমরা আবারও খতিয়ে দেখব।’

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকের পরামর্শে তার করোনা পরীক্ষা করানো হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রিপোর্টে কোভিড পজিটিভ আসে কিংবদন্তি এই অভিনেতার। এরপরই কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। দেয়া হয় প্লাজমা থেরাপি। এরপর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে।

সৌমিত্র চট্টোপাধ্যায়

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর