Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো নোবেলের নতুন গান ‘অভিনয়’


১৩ নভেম্বর ২০২০ ১৪:৩৩

সম্প্রতি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের সঙ্গে চুক্তিবদ্ধ হন তরুণ শিল্পী নোবেল। প্রতিষ্ঠানটি থেকে এ শিল্পীর মৌলিক গান ‘অভিনয়’ প্রকাশিত হয়েছে।

গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর কয়েক লক্ষাধিক ভিউ হয়েছে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই।

গানটি প্রকাশের আগে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার অতীত করা ভুল-ত্রুটির জন্য ক্ষমা চান সকলের কাছে।

এটি নোবেলের এ বছর প্রকাশিত তৃতীয় মৌলিক গান। এর আগে তিনি ‘তামাশা’ ও ‘ও শ্রাবণ’ নামে দুটি গান প্রকাশ করেন। এছাড়া কলকাতার ‘সারেগামাপা’ প্রতিযোগিতা চলাকালে নোবেল সেখানকার ‘ভিঞ্চি দা’ সিনেমায় ‘তোমার মনের ভেতর যাই’ ও মৌলিক গান ‘আগুন পাখি’তে কণ্ঠ দেন।

অভিনয় নোবেল ম্যান