Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমায়ূনের জন্মদিনে মমর নিবেদন


১২ নভেম্বর ২০২০ ১৫:২০

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন শুক্রবার (১৩ নভেম্বর)। তার জন্মদিন উপলক্ষ্যে তাকে স্মরণ করে জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম পাঠ করেছেন লেখকের জনপ্রিয় উপন্যাস ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’। ‘জন্মবার্ষিকীতে হুমায়ূন স্মরণ’ শীর্ষক আয়োজনটি করেছে ইবুক-অডিওবুক সেবার অ্যাপ ‘বইঘর’।

সম্প্রতি বাংলাঢোল স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নেন তিনি। মমর পাশাপাশি এতে আরও কণ্ঠ দিয়েছেন জেনি।

বিজ্ঞাপন

মম বলেন, ‘এটি শ্রুতিনাটক না হলেও দীর্ঘদিন পর শ্রুতিনাটকে কাজ করার মতো অভিজ্ঞতা হলো। খুব আনন্দের সাথে বইটি পড়েছি আমি। হুমায়ূন আহমেদের বই পড়ার প্রস্তাব পেয়েই রাজি হয়ে গেছি, কোনো ক্লান্তি বোধ করিনি পড়তে গিয়ে বরং আনন্দ পেয়েছি। ভবিষ্যতেও এমন কাজ করতে চাই। বইঘরের জন্য শুভকামনা।’

পৃথিবীর সকল প্রান্ত থেকে ‘বইঘর’ অ্যাপটিতে স্বল্প বা বিনামূল্যে বইগুলো পড়া যাচ্ছে। অ্যাপটি থেকে প্রকাশিত হয়েছে হুমায়ূন আহমেদ কে নিয়ে লেখা মাজহারুল ইসলামের গ্রন্থ ‘হুমায়ূন আহমেদের মাকড়সাভীতি এবং অন্যান্য’। থাকছে হাসান শাওনের লেখা নতুন গ্রন্থ ‘হুমায়ূনকে নিয়ে’।

আমি মিসির আলী জাকিয়া বারী মম বইঘর হুমায়ূন আহমেদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর