এ কোন জাদু, দুনিয়া কাবু
১৪ মার্চ ২০১৮ ১২:৫৯ | আপডেট: ১৪ মার্চ ২০১৮ ১৪:০০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
জাদুকরদের প্রস্তুতি শেষ। এবার দর্শকদের সামনে আসবেন তারা। মূল প্রদর্শনীর আগে মঞ্চে আসার কথা জানিয়েছেন শুধু। ব্যাস, তাতেই রীতিমতো ঝড় উঠেছে অনলাইনে।
আসছে ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের নতুন সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’। নভেম্বরে মুক্তি পাবে ছবিটি। ডেভিড ইয়েটসের পরিচালনায় ছবির চিত্রনাট্য লিখেছেন হ্যারি পটার খ্যাত লেখক জে কে রাউলিং।
২০১৬ সালে মুক্তি পায় ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের প্রথম কিস্তি ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম’। দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়াল।
ইউটিউবে ছবিটির ট্রেইলার প্রকাশ পেয়েছে মঙ্গলবার (১৩ মার্চ)। প্রকাশের সঙ্গে সঙ্গেই ঝড় তুলেছে ট্রেইলারটি। এরইমধ্যে ট্রেইলারটি ট্রেন্ডিং করছে ইউটিউবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সহ-প্রযোজনায় ছবিটি পরিবেশনা করছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ।
সারাবাংলা/পিএ