‘আজান হচ্ছে, শুটিং বন্ধ, মনটা ভালো হয়ে গেল’ বললেন স্বস্তিকা
১০ নভেম্বর ২০২০ ১৬:৫১ | আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১২:৫৫
একদিকে যখন ধর্মের নামে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অসহিষ্ণুতা, অন্যদিকে একজন আরেকজনের ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা দেখে কৃতজ্ঞতা জানালেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বললেন, ‘আজান হওয়ার সময় সেটে কাজ বন্ধ থাকছে। পরধর্মের প্রতি এই শ্রদ্ধা, ভালবাসা দেখেও ভাল লাগছে।’
বর্তমানে মুম্বাইতে একটি ওয়েব সিরিজের শুটিং করছেন স্বস্তিকা। সেখানকার সেটের কথাই বর্ণনা করেছেন তিনি। যেখানে শুটিং চলাকালীন সময়ে আজানের ধ্বনি শোনার সাথে সাথেই বন্ধ করে দেওয়া হয়। আর এই বিষয়টিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন স্বস্তিকা। কৃতজ্ঞতা জানিয়ে লিখলেন, ‘আজান হচ্ছে, সিনেমার সেটে সবাই কাজ বন্ধ রাখছে। অপেক্ষা করছে শেষ হওয়ার। আবার আজান শেষ হতেই যে যার মতো ব্যস্ত। এই ধরণের পরিবর্তন দেখে ভাল লাগছে যে, মানুষ পরধর্মসহিষ্ণুতা বজায় রাখছে। মনটা ভাল হয়ে গেল।’
Azaan hochhe. And everyone has stopped work on set. It’s a nice change to see people of all faith paying their respect. We wait till it’s over and then back to shoot.
Mon ta bhalo hoye gelo 🙏🏼— Swastika Mukherjee (@swastika24) November 7, 2020
যেখানে ধর্মের নামে হানাহানি আর রক্তারক্তি, সেখানে মানুষের প্রতি মানুষের টান-ভালবাসা যেন ইতিবাচক দিক। আর তাতেই মুগ্ধ এবং তৃপ্ত বরাবরই সমসাময়িক থাকা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।