নতুন চমক, আবার আলোচনায় মিলিন্দ সুমন
১০ নভেম্বর ২০২০ ১৫:১৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৮:২৭
আবার আলোচনায় বলিউড অভিনেতা ও মডেল মিলিন্দ সুমন। সম্প্রতি গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়নোর ছবি পোস্ট করা নিয়ে বিতর্কের মাঝেই আবার এক সাহসী ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ক্লোজ-আপ অ্যাঙ্গেলে তোলা ছবিতে দেখা যাচ্ছে, মিলিন্দের মুখ ভর্তি সিঁদুর। চোখে টানা কাজল। আর নাকে রয়েছে নথ। আবারও যেন চিরাচরিত চিন্তাধারাকে বিঁধেছেন মিলিন্দ। পাশাপাশি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ট্রাভেল টিউসডে! জানি, এটা হোলি নয়। কিন্তু কয়েকটা দিন মুম্বাইয়ের কাছের কারজাত এলাকায় দারুণ কাজ করছিলাম। খুব শিগগিরই আরও কিছু শেয়ার করব। এবার চেন্নাই যাচ্ছি।’
প্রসঙ্গত, সদ্যই ৫৫তম জন্মদিন পালন করেছেন মিলিন্দ। সেদিন থেকে সোশ্যাল মিডিয়ার চর্চায় মিলিন্দ সোমন। গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়নোর ছবি পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় শুরু হয়ে যায় আলোচনা। অনেকেই প্রাক্তন সুপারমডেল তথা অভিনেতার প্রশংসা করেন। তবে কেউ কেউ আবার নিন্দায় সরব হন। অভিযোগ দায়ের হয় মিলিন্দের বিরুদ্ধে।
এদিকে মিলিন্দের এই ছবির সঙ্গে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ সিনেমার লুকের তুলনা করছেন অনেকেই। সোমবারই ডিজনি প্লাস হটস্টার মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘লক্ষ্মী’ ছবিটি। সোশ্যাল মিডিয়ায় তেমন ভাল প্রতিক্রিয়া পায়নি ছবিটি। সেই তুলনা টেনেই মিলিন্দকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার সম্পূর্ণ ছবি পোস্ট করার দাবি জানিয়েছেন প্রাক্তন সুপারমডেলের কাছে।