Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক সংশ্লিষ্টতায় অর্জুন রামপাল, গ্রেফতার গাড়ির চালক


৯ নভেম্বর ২০২০ ১৯:০৭

বলিউডের মাদক সংশ্লিষ্টতায় এবার প্রকাশ পেল অভিনেতা অর্জুন রামপালের নাম। জানা গেছে, অভিনেতার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, সোমবার (৯ অক্টোবর) অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনসিবি। তার পরপরই অর্জুনকে সমন পাঠিয়েছে এনসিবি। গ্রেফতার করা হয়েছে তার ব্যক্তিগত গাড়ির চালককে। এর আগে মাদক-সহ গ্রেফতার করা হয় অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাইকে। জানা যায়, প্রেমিকার ভাইকে গ্রেফতারের পর থেকেই এনসিবির গোয়ান্দাদের সন্দেহের আওতায় বলিউড অভিনেতা অর্জুন রামপাল।

বিজ্ঞাপন

এদিকে রোববার (৮ অক্টোবর) বাড়িতে মাদক পাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় বলিউডের ব্যবসাসফল ছবি ‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’র প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সাইদকে। সমন পাঠানো হয়েছে ফিরোজ নাদিয়াদওয়ালাকেও। এ নিয়ে কেউ মুখ না খুললেও হতাশা প্রকাশ করেছেন প্রবীণ বলিউড অভিনেতা তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। বললেন, ‘আমার মনে হচ্ছে তাকে ফাঁসানো হয়েছে। ওর অনেক শত্রু রয়েছে ইন্ডাস্ট্রিতে’।

অর্জুন রামপাল ও প্রেমিকা গ্যাব্রিয়েলা

ভারতের সিনেমার তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নড়েচড়ে গেছে বলিউডের বিশ্বাসের সব ভিত। সুশান্তের মৃত্যুর পর প্রথম আলোচিত বিষয় ছিলো রুপালিজগতের স্বজনপোষণ। সেখান থেকে বিষয়টি এসে ঠেকেছে মাদকে! আর মাদক প্রসঙ্গ আসতেই এবার একের পর এক জড়াচ্ছে বলিউডের তাবড় সব রথী-মহারথীদের নাম।

এরইমধ্যে এই মাদক সংযোগে নাম এসেছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা অভিনেত্রী সারা আলী খান, অভিনেত্রী রাকুল প্রীত সিংহের। এরপর প্রকাশ পেল বলিউডের আরেক অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম। এমন কি সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র কাছে যাওয়ার পর তদন্তে উঠে এসেছে বলিউডের এ সময়কার সবচেয়ে আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামও। এরপরই দীপিকাকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি অফিসে ডেকে পাঠানো হয়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশকেও।

বিজ্ঞাপন

অর্জুন রামপাল ফিরোজ নাদিয়াদওয়ালা বলিউড বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা