Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারো সিনেমার গানে মিলন


৯ নভেম্বর ২০২০ ১৬:৩৬

অডিওতে মোহাম্মদ মিলনের ক্যারিয়ার প্রায় এক যুগের। ‘সখি ভালোবাসা কারে কয়’ প্রথম গান দিয়েই পেয়েছিলেন আশাতীত সাফল্য। এরপর কেবলই এগিয়ে চলা। ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন মিলন। কিন্তু সিনেমার গানে কেন যেন ব্যাটে বলে হচ্ছিল না। কদিন আগেই প্রথমবারের মতো সিনেমায় প্লে ব্যাক করেছেন মিলন। আর অল্পদিনের মধ্যেই আরো একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন তিনি।

সায়মন তারিকের পরিচালনায় ছবিটির নাম ‘সিগন্যাল’। তুহিন সিদ্দিকীর লেখা গানটির সুরারোপ করেছেন মুরাদ নূর। আর গানটির সংগীত পরিচালনা করছেন মুশফিক লিটু।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) গানটির কন্ঠধারনের কাজ সম্পন্ন হয়েছে।

আবার সিনেমায় প্লে-ব্যাক প্রসঙ্গে মিলন বলেন, ‘ক্যারিয়ারে এই একটা জায়গায় একটু গ্যাপ ছিল। এখন আস্তে আস্তে সেটিও মিলিয়ে যাচ্ছে। এর মধ্যেই দুটি ছবিতে প্লে-ব্যাক করেছি। সামনে আরো তিন-চারটি ছবিতে গাওয়ার ব্যাপারে কথা বার্তা চলছে। আশা করছি অডিওর পাশাপাশি শ্রোতারা এখন আমাকে সিনেমাতেও নিয়মিত পাবেন।’

মিলন সিগন্যাল সিনেমার গান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর