মেকআপের আড়ালে নতুন এক গল্প
৮ নভেম্বর ২০২০ ১৮:৫৩ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৬
‘এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, যেখানে প্রেম, ভালোবাসা, আবেগ কোনকিছুরই মূল্য নেই। মূল্য শুধু নেইম এন্ড ফেইমের।’ এমনই বক্তব্য দিয়ে শুরু ‘মেকআপ’ ছবির ট্রেলারের। যার শেষটায় আছে ‘মেকআপের আড়ালে নতুন এক গল্প শুরু হবে, সে গল্প শুরু না শেষের গল্প আমি জানি না’— এমন বক্তব্য।
অনন্য মামুন নির্মাণ করেছেন সিনেমা ইন্ডাস্ট্রির আড়ালের গল্প নিয়ে ‘মেকআপ’। প্রকাশিত ট্রেলারে তিনি তুলে এনেছেন একজন সাধারণ নারী থেকে সিনেমার নায়িকা হওয়ার সংগ্রামের গল্প। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান ও নবাগত রিয়েলি।
শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত ট্রেলারটি ইতোমধ্যে দর্শক মহলে প্রশংসিত হচ্ছে। প্রকাশের পর থেকে এখন পর্যন্ত ১৫ হাজারের অধিকবার দেখা হয়েছে এটি। যার নিচে অধিকাংশ কমেন্টই পজেটিভ।
মামুন জানান, ছবিটি তারা খুব শিগগিরই আই থিয়েটার নামক একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিবেন। তবে ঠিক কোন দিন মুক্তি দিবেন তা এখনও নির্ধারিত হয়নি।