Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণবিরোধী গানে শাকিব খান


৮ নভেম্বর ২০২০ ১৭:৩৬ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৬

এবার একটি ধর্ষণবিরোধী গানে অংশ নিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গানটি ব্যবহৃত হয়েছে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবিতে। সেলেব্রিটি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাচ্ছে।

‘পুরুষ নামের কলঙ্ক আজ/ নারীর গায়ে হাত তুলিস/ তোরা আবার বড়াই করে নিজেকে পুরুষ বলিস’—এমন কথার গানটি লিখেছেন ‘গালিবয়’খ্যাত তাবিব মাহমুদ ও দোলন মৈনাক। সুর ও সংগীতায়োজন করেছেন দোলন মৈনাক। কণ্ঠ দিয়েছেন সম্প্রীত দত্ত। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেলাম। ক্যামেরায় ছিলেন মেহেদি রনি।

বিজ্ঞাপন

‘নবাব এলএলবি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এছাড়া আছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, এলিনা শাম্মী প্রমুখ।

ছবিটিতে শাকিব খান ও মাহি দুজনই আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্প ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের।

অনন্য মামুন জানান, এ মাসের শেষে ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে। দেখা যাবে আই থিয়েটার নামে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মে।

নবাব এলএলবি শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর