Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজয়ের পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় অমিতাভ


৭ নভেম্বর ২০২০ ১৮:৫৩

নিজের অভিনয়ের অন্যতম অনুপ্রেরণা হিসেবে সবসময় অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করেন বলিউড অভিনেতা অজয় দেবগন। ‘খাকি’, ‘হিন্দুস্তান কি কসম’, ‘সত্যাগ্রহ’, ‘আগ’-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা। এবার অজয়ের পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তার প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে।

২০০৮ সালে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অজয় দেবগন। তৈরি করেছিলেন রোমান্টিক ড্রামা ছবি ‘ইউ মি অউর হাম’। ছবিতে অভিনয়ও করেছিলেন অজয় দেবগন। নায়িকা ছিলেন কাজল। বক্স অফিসে বাজেটের অর্থ তুলতে সক্ষম হলেও সমালোচক মহলে তেমন প্রশংসা পায়নি ছবিটি। তারপর আর সেভাবে পরিচালনায় হাত দেননি অজয়। পরে ২০১৬ সালে তৈরি করেন ‘শিবায়’। সে ছবিও বক্স অফিসে সাফল্য পায়নি। তাতে অবশ্য দমবার পাত্র নন বলিউডের অজয়। আবারও পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। তৈরি করবেন নতুন ছবি ‘মে ডে’। আর তাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয়ের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, বিপদের মুখে দাঁড়িয়ে মানুষের লড়াইয়ের কাহিনি নিজের এই নতুন ছবিতে তুলে ধরবেন অজয় দেবগন। মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চনের পাশাপাশি তাকেও দেখা যাবে ক্যামেরার সামনে। পাইলটের ভূমিকায় অভিনয় করবেন অজয়। তবে অমিতাভ বচ্চনের চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ঠিক হয়নি ছবির বাকি অভিনেতা-অভিনেত্রীও। চিত্রনাট্যের চূড়ান্ত পর্বের কাজ চলছে বলেই জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে হায়দরাবাদে শুরু হবে ছবির শুটিং।

অজয় দেবগন অমিতাভ বচ্চন মে ডে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর