Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতটি বাংলা ছবি নিয়ে উৎসব


৬ নভেম্বর ২০২০ ১৬:৫২

স্টার সিনেপ্লেক্স করোনার কারণে সাত মাস বন্ধের পর খুলেই একের পর অফার দিচ্ছে। দর্শক আগ্রহের কারণে তারা এবার সাতটি বাংলা চলচ্চিত্র নিয়ে ‘বাংলা মুভি উইক’ করছে।  উৎসবটি চলবে ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত।

হলটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ৭টি ছবির প্রতিদিন ৩টি করে শো হবে। স্টার সিনেপ্লক্সের তিনটি শাখাতেই এ উৎসব হবে।  এ ছবিগুলো পূর্বে হলটিতে চলেছিল এবং বেশ সাড়া ফেলেছিল।

বিজ্ঞাপন

ছবিগুলো হচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’, অনম বিশ্বাসের ‘দেবী’, দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, জয়দীপ মুখার্জীর ‘শিকারি’, মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, তানিম রহমান অংশুর ‘ন ডরাই’।

এ ছবিগুলো ছাড়া মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’র নিয়মিত শো থাকছে হলটিতে। পাশাপাশি হলিউডের ছবিগুলোর শো অব্যাহত থাকবে।

বাংলা মুভি উইক স্টার সিনেপ্লেক্স

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর