Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চে ‘অনুস্বর’র নতুন নাটক ‘মূল্য অমূল্য’


৫ নভেম্বর ২০২০ ২০:০৩

করোনা সংকট এখন একটা বৈশ্বিক সংকট। এ সংকট মোকাবেলা করেই জীবন এগিয়ে চলেছে, থেমে নেই। চেষ্টা চলছে নতুন স্বাভাবিকে ফিরে আসার। আর তারই পরিপ্রেক্ষিতে তারুণ্যনির্ভর নাট্যদল ‘অনুস্বর’ মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘মূল্য অমূল্য’। আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ অবলম্বনে নাটকটির ভাবানুবাদ করেছেন অসিত মুখোপাধ্যায় এবং রূপান্তর ও নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী।

আগামী শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য ‘মূল্য অমূল্য’ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। পরদিন শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী টিকেটের বিনিময়ে সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে নাটকটি দেখবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অনেকে।

‘অনুস্বর’ নাট্যদলের পাঠানো বিজ্ঞপ্তিতে ‘মূল্য অমূল্য’ নাটকটি প্রসঙ্গে বলা হয়েছে, “মুনাফাভিত্তিক রাষ্ট্র, সমাজ আর বাজার অর্থনীতির আগ্রাসনে ভেঙ্গে পড়া যৌথ পারিবারিক বোধের চরম মূল্য চুকানোর গল্প ‘মূল্য অমূল্য’। যেখানে বাবার ব্যবহৃত পুরনো আসবাবপত্র নিলামে বিক্রি করছে তার দুই পুত্র রঞ্জু ও মঞ্জু। তাদের মাঝে উপস্থিত চতুর নিলামদার খোদাবক্স। কিন্তু মূল উদ্দেশ্য ছাপিয়ে বিপরীতমুখী চরিত্রের দুই ভাইয়ের মধ্যে শুরু হয় অতীত নিয়ে দ্বিধা, বর্তমান নিয়ে হতাশা আর ভবিষ্যত নিয়ে টানাপোড়েন। দুই ভাইয়ের ব্যক্তিত্বের এই দ্বন্দ্ব আর যুক্তি-তর্কের মাঝে উঠে আসে আদর্শিক পাকচক্র, আসে লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র আর হতাশাগ্রস্ত সময়ের বয়ান। অপরাধবোধ আমাদের সবাইকে এক সময় দাঁড় করিয়ে দেয় সময়ের আয়নার সামনে। সম্পর্কের মাঝেও কি তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন আসে হারা-জেতার, নাকি তা টিকিয়ে রাখার চেষ্টায় কাউকে কাউকে চুকাতে হয় জীবনের অমূল্য মূল্য।”

বিজ্ঞাপন

জানা গেছে, জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত এই নাটকের মাধ্যমে অনেক বছর পর মঞ্চের নতুন নাটকে অভিনয় করার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপের কারণে তাতে অংশ নিচ্ছেন না বর্ষীয়ান এই নির্মাতা-অভিনেতা। তবে করোনার প্রকোপ কমে এলে তিনি এতে অংশ নেবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের অন্যতম সদস্য ও গণমাধ্যম মুখপাত্র পাভেল রহমান।

‘মূল্য অমূল্য’ নাটকটিতে অভিনয় করবেন মোহাম্মদ বারী, ডালিয়া ফেরদৌস বাণী, মেরিনা মিতু, ফরিদা লিমা, সাইফ সুমন, এস. আর সম্পদ, প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী প্রমুখ। মঞ্চ পরিকল্পনায় সাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, আবহ সংগীত পরিকল্পনায় রামিজ রাজু, পোশাক পরিকল্পনায় ফরিদা লিমা, দৃশ্যশিল্প ও পোস্টার পরিকল্পনায় শাহীনুর রহমান, আলোক নিয়ন্ত্রণে অনীক রহমান, শব্দ নিয়ন্ত্রণে সরকার জামান, আবির সায়েম, রূপসজ্জায় রয়েছেন জনি সেন এবং প্রযোজনা অধিকর্তা প্রশান্ত হালদার।

অনুস্বর আবুল হায়াত আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ উদ্বোধনী মঞ্চায়ন জাতীয় নাট্যশালা পরীক্ষণ থিয়েটার মিলনায়তন মঞ্চনাটক মূল্য অমূল্য মোহাম্মদ বারী সাইফ সুমন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর