Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহেদ ও আইরিনের ‘ব্ল্যাক লাইট’


৪ নভেম্বর ২০২০ ১৮:১৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা রিয়াজুল রিজু নতুন একটি ছবি নির্মাণ করছেন। ‘ব্ল্যাক লাইট’ শিরোনামের ছবিটিতে প্রধান চরিত্রে আছেন আইরিন সুলতানা ও শাহেদ শরিফ খান।

গত ২৫ অক্টোবর থেকে কক্সবাজারের টেকনাফে ‘ব্ল্যাক লাইট’র শুটিং হয়েছে। ইতোমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

রিজু ছবিটি নিয়ে বলেন, ‘নির্মাণে শাহেদ ভাই আমার সরাসরি ওস্তাদ। দীর্ঘদিন ওনার সহকারি হিসেবে আমি কাজ করেছি। গুরুকে নিয়ে প্রথম কাজ করছি, এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

আইরিন সুলতানা বলেন, ‘শাহেদ ভাই ওস্তাদ মানুষ। উনার সঙ্গে আগেও কাজ হয়েছে। আমাদের বন্ডিংটা খুবই ভালো। আমার বিশ্বাস দর্শকরা আমাদেরকে ভালোভাবেই গ্রহণ করবেন।’

শাহেদ ও আইরিন এর আগে অভিনয় করেন সাইফ চন্দন পরিচালিত আলোটিত ছবি ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে আইরিনের নায়ক ছিলেন আরজু। আর খলনায়ক হিসেবে অভিনয় করেন শাহেদ শরীফ খান।

আইরিন ব্ল্যাক লাইট শাহেদ শরীফ খান