যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা বিজয় রাজ
৪ নভেম্বর ২০২০ ১৬:৫৭
আবার যৌন হেনস্তার অভিযোগ বলিউড সিনে-ইন্ডাস্ট্রিতে। আর তাতেই গ্রেফতার হয়ে গেলেন বলিউডের প্রথম সারির চরিত্রাভিনেতা বিজয় রাজ। শুটিংয়ের সেটে নারী ক্রু মেম্বারকে নিগ্রহ করার অভিযোগে মহারাষ্ট্রের গন্ডিয়ার একটি হোটেল থেকে এই অভিনেতাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে এ খবর জানিয়েছেন মুম্বাই পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতুল কুলকর্ণি।
ভারতীয় সংবাদ সংস্থার মাধ্যমে জানা গেছে, গন্ডিয়ায় বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ সিনেমার শুটিং করছিলেন বিজয়। তারই সেটে নিগ্রহের অভিযোগ আনেন ওই নারী ক্রু মেম্বার। তবে ওই সেটে বিদ্যা বালন রয়েছেন কিনা, তা এখনো জানা যায়নি। নারী ক্রু মেম্বারের অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ভোপাল এক্সপ্রেস’ ছবির মাধ্যমে বলিউডে বিজয় রাজের যাত্রা শুরু হয়। রামগোপাল ভার্মা পরিচালিত ‘জঙ্গল’ ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। তারপর একে বহু ছবিতে বলিষ্ঠ চরিত্রে অভিনয় করেছেন বিজয়। দুই দশক ধরে বলিউডের প্রথম সারির অভিনেতাদের পাশে নজর কেড়েছেন। সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি।