Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন অভিনেতা ফারাজ খান


৪ নভেম্বর ২০২০ ১৬:১৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২০ ১৬:১৭

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মারা গেলেন বলিউড অভিনেতা ফারাজ খান। দীর্ঘদিন ধরে মস্তিষ্কের সংক্রমণে ভুগছিলেন তিনি। বুধবার (৩ অক্টোবর) বেঙ্গালুরুর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

ফারাজ খান ছিলেন সাতের দশকে একাধিক বলিউড ছবিতে অভিনয় করা ইউসুফ খানের (জেবিস্কো) ছেলে। বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘মেহেন্দি’র নায়ক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন ফারাজ। এছাড়াও ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফরেব’ ছবিতে অভিনয় করেও সকলের মন জিতেছিলেন এই অভিনেতা। নিজের দুই দশকেরও বেশি কেরিয়ারে মাত্র ৮টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

মস্তিষ্কের সংক্রমণের জন্য বেঙ্গালুরুর এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারাজ। জানা যায়, এই অসুখে চিকিৎসার জন্য প্রয়োজন ছিল প্রায় ২৫ লক্ষ টাকার। কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহন করতে সমস্যায় পড়তে হচ্ছিল তার পরিবারকে। তাই অনলাইনে সাহায্যের আবেদনও করেন তারা। সেই আবেদনে সাড়া দিয়ে পূজা ভাট এগিয়ে আসেন। তিনি আর্থিক সাহায্যের পাশাপাশি সকলকে অভিনেতার জন্য অর্থসাহায্যের আবেদনও রাখেন। এরপর এগিয়ে আসেন বলিউড তারকা সালমান খান। তিনি ফারাজ খানের চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছিলেন।

পূজা ভাট ফারাজ খান সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর