ট্রাম্প জিতলে দেশ ছাড়বেন তারা
৩ নভেম্বর ২০২০ ১৮:৫৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২০ ১৯:০১
চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মত নির্বাচন করছেন। কিন্তু তাকে অনেকেই পছন্দ করেন না। যার কারণে তিনি যদি দ্বিতীয় নির্বাচিত হন তাহলে দেশ ত্যাগের ঘোষণা দিয়েছেন অনেক তারকা।
রিকি মার্টিন
লাতিন এ পপতারকা ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের প্রকাশ্য সমর্থক। মায়ামতি তিনি বাইডেনের পক্ষে নির্বাচনী সমাবেশে স্বশরীরের উপস্থিত থেকেছেন। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ট্রাম্প আবার বিজয়ী হলে, আমি ও আমার জীবনসঙ্গী জোয়ান ইয়োসেফ আমেরিকা ছেড়ে চলে যাওয়ার চিন্তা করছি।
ব্রুস স্প্রিংস্টিন
গত চার বছর ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন এ রক তারকা। তিনি অস্ট্রেলিয়ান প্রেসকে জানিয়েছেন নির্বাচনে ট্রাম্প আবার জিতলে তিনি অস্ট্রেলিয়া চলে যাবেন। একই কথা বলেছেন বিট্রিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ ও ডেইলি মেইলকেও।
জন লিজেন্ড ও ক্রিসি টিজেন
জন লিজেন্ড ও ক্রিসি টিজেন ২০১৯ সালেই জানিয়েছিলেন যে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর এতটাই বিরক্ত যে, তারা যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন।
তিনি বলেন, “ট্রাম্প পুনর্নির্বাচিত হলে আপনাকে এমন কোনো জায়গায় বসবাস করার কথা ভাবতে হবে, যেখানে প্রকৃত গণতন্ত্র আছে, আছে আইনের শাসন ও মানবাধিকার। যুক্তরাষ্ট্রবাসী যদি ট্রাম্পকে বিজয়ী করার সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেয়, তবে অন্যান্য মানুষের এ ধরনের বিকল্পের কথা ভাবা উচিত।”
টমি লি
তিনি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বিশ্বের কাছে ছোট করে ফেলেছেন। আর এর দায় ট্রাম্পকেই নিতে হবে। জনপ্রিয় বিনোদন পত্রিকা “দ্য বিগ ইস্যু” তে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন হ্যাভিমেটাল ব্যান্ড মোটলি ক্রুয়ের ড্রামার টমি লিও জানান, এবারের নির্বাচনে ট্রাম্পের বিজয় হলে তিনি তার জন্মস্থান গ্রিসে ফিরে যাবেন।
গত নির্বাচনের সময়ও অনেক তারকা এমন ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নিজেদের ঘোষণায় স্থির থাকতে পারেননি। এবারও দেখার বিষয় এসকল তারকা তাদের কথা রাখতে পারেন কিনা।