Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় চলে গেলেন চলচ্চিত্র প্রযোজক দিলু


৩ নভেম্বর ২০২০ ১৪:০৩

করোনাক্রান্ত হয়ে মারা গিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক নাসির উদ্দিন দিলু (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

খসরু সারাবাংলাকে বলেন, দিলু ভাই তিন দিন আগে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তখন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজেটিভ আসে।

বিজ্ঞাপন

যেহেতু করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাই তার লাশ সম্মান জানানোর জন্য এফডিসিতে আনা হবে না বলে জানান খসরু।

নাসির উদ্দিন দিলু এক পুত্র, এক কন্যা ও স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি ছাড়াও অনেকদিন কার্যনির্বাহী সদস্য, সহকারি সাধারণ সম্পাদক, দুই বার করে সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ‘সোনার চেয়ে দামি’, ‘কাবিন’, ‘সাহস’, ‘নাচে নাগিন’, ‘রুপের রানী গানের রাজা’, ‘বুকের ধন’, ‘ফাঁসির আসামি’, ‘ভালোবাসা, ‘মহান’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু এবং প্রযোজক শরীফ উদ্দিন খান দিপু মারা যান।

করোনাভাইরাস নাসির উদ্দিন দিলু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর