Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হ্যাপি বার্থ ডে এসআরকে’


২ নভেম্বর ২০২০ ১৭:০৯ | আপডেট: ২ নভেম্বর ২০২০ ১৭:১০

করোনা কালে জীবনের পঞ্চান্নতম বছরে প্রবেশ করলেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে তার বাড়ি ‘মান্নাত’র সামনের চেনা ভিড় দেখা না গেলেও ভারচুয়াল জগতে শুভেচ্ছায় বন্যা বয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘হ্যাপি বার্থ ডে এসআরকে’ (#HappyBirthdaySRK)।

শাহরুখ খানের জন্মদিনে অভিনব উদ্যোগ নিয়েছে তার ফ্যানক্লাব। প্রিয় তারকার ৫৫তম জন্মদিনে ৫৫৫৫টি মাস্ক, ৫৫৫৫টি স্যানিটাইজার এবং একই পরিমাণ খাবারের সামগ্রী বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

https://twitter.com/SRKUniverse/status/1322990142634688512

এদিকে বাবার জন্মদিনে অতীতের স্মৃতিতে ফিরে গিয়েছে শাহরুখকন্যা সুহানা। শেয়ার করেছেন পুরনো ছবি। ছবিতে শাহরুখের পাশাপাশি রয়েছেন তার সবচেয়ে প্রিয় বন্ধু সানায়া কাপুর। অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যারও সোমবার জন্মদিন। দুই প্রিয় মানুষকে একসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন সুহানা।

শাহরুখ খানের সিনেমার সেরা মুহূর্তের কোলাজেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে অভিনেতার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

নয়ের দশকের শুরু থেকেই বলিউড জগতে যাত্রা শাহরুখ খানের। সেদিন ঘোষণা দিয়েছিলেন, একদিন পুরো মুম্বাই শহরে রাজত্ব করবেন। সেই কথা যেন অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন তিনি। দশকের পর দশক ধরে বাদশা হয়ে রাজত্ব করে চলেছেন বলিউডে। পেয়েছেন রোম্যান্স কিংয়ের শিরোপা।

৫৫তম জন্মদিনে শাহরুখ খান বলিউড বাদশা বলিউড বাদশার জন্মদিন শাহরুখ খান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর