Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন করে এলো ‘হৃদ মাঝারে’


২ নভেম্বর ২০২০ ১৩:৫৭

ফোক গান ‘হৃদ মাঝারে’ বেশ জনপ্রিয়। গানটি নতুন করে গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী রাম্মি খান। গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এটি প্রযোজনা করেছে লায়নিক মাল্টিমিডিয়া।

দ্বীজ ভুষণের কথা ও সুরে এই ফোক গানটিই রাম্মি খানের প্রথম প্রচেষ্টা। এ প্রসঙ্গে রাম্মি খান বলেন, ‘মৌলিক গান বেশ কয়েকটা করছি। যেহেতু প্রথম গান তাই প্রচলিত একটা প্রিয় গান দিয়েই শুরু করলাম। শিগগিরই নতুন মৌলিক গান নিয়ে হাজির হবো।’

বিজ্ঞাপন

‘হৃদ মাঝারে’ গানটি নতুন করে সংগীতায়োজন করার পাশাপাশি ভিডিও পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। ভিডিওটি সম্পাদনা করেছেন রাজ হৃদয়।

ছোটবেলা থেকেই গানের মধ্যে থাকলেও শখের বশেই গানের ভুবনে নিজেকে জড়িয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রাম্মি খান। তবে পড়াশোনা শেষে আইন পেশার পাশাপাশি গানটা চালিয়ে যেতে চান।

রাম্মি খান হৃদ মাঝারে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর