Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তমা মির্জার ডিভোর্স!


৩১ অক্টোবর ২০২০ ১৯:৫১

বাংলাদেশের সিনেমাপ্রেমীদের জন্য যেন হঠাৎ দুঃসংবাদ! ছাড়াছাড়ি হয়ে গেল অভিনেত্রী তমা মির্জা ও তার স্বামী হিশাম চিশতির। আর এই সংবাদ আসে শুক্রবার তমা মির্জার এক ফেইসবুক পোস্ট থেকে। কিন্তু পরে জানা গেল, তমা মির্জা ও তার স্বামী হিশাম চিশতির ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ডিভোর্সের ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) তমা মির্জার ফেইসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই বার্তায় লেখা হয়, ‘ডিভোর্সড … আল হামদুলিল্লাহ’। কিন্তু এর কয়েক ঘণ্টা পর তমা মির্জা জানান, তাদের ফেইসবুক হ্যাক হয়েছে। আর অ্যাকাউন্ট রিকভার করার পর একটি ঘোষণা দেন তমা।

বিজ্ঞাপন

‘একটি বিশেষ ঘোষণা’ উল্লেখ করে ফেইসবুকে দেওয়া একটি পোস্টে তমা মির্জা লিখেছেন, ‘সবাই নিশ্চয় খুব অবাক হয়েছেন কাছাকাছি সময়ে আমার আর আমার হাজব্যান্ডের ফেইসবুক স্ট্যাটাস দেখে! হওয়ারই কথা! আমরাও দুজন খুব অবাক হয়েছি! পরে বুঝতে পারলাম, আদতে কোনো দুষ্কৃতকারী আমার অ্যাকাউন্টটি হ্যাক করেছেন!’

তমা আরও লিখেছেন, ‘আমার আর হিশামের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এক হওয়াতে ঝামেলার মাত্রা আরও বেশি বেড়ে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত পর্যায়ে এসে পৌঁছেছে! যদিও হিশামের ফেইসবুক আইডি এখনো ফুললি রিকভার। তাই দয়া করে দুয়ে দুয়ে চার মিলাবেন না! যেই কাজটা করেছে সে খুবই ঠান্ডা মাথায় করেছে এবং অবশ্যই আমাদের ভালো চায় না।’

‘যাই হোক আমরা একসাথে ভালো আছি!’ জানিয়ে তমা লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন!’

উল্লেখ্য গত বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতিকে বিয়ে করেন অভিনেত্রী তমা মির্জা। গত ১১ অক্টোবর তারা দুবাই যান বেড়াতে। আর ওই ভ্রমণকে তাদের হানিমুন বলে জানিয়েছিলেন তমা।

বিজ্ঞাপন

তমা মির্জা তমা মির্জার ডিভোর্স ফেইসবুক ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হিশাম চিশতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর