Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার কোটি অতিক্রম করলো কণার ‘ইচ্ছেগুলো’


৩০ অক্টোবর ২০২০ ১৪:১৯

দিলশাদ নাহার কণার জন্য দুই-চার কোটির ঘটনা নতুন কিছু নয়! কারণ তার রেকর্ড বুকে অলরেডি পাঁচ আর সাত কোটির ঘটনাও আছে। হিসাবটি টাকার নয়, ভিউ-এর। ইউটিউব ভিউ।

কণার গাওয়া ‘দিল দিল’ এরমধ্যে অতিক্রম করেছে সাত কোটি আর ‘ওহে শ্যাম’ পাঁচ কোটি। দুটোই সিনেমার গান। বিপরীতে এবারই প্রথম চার কোটি ভিউ অতিক্রম হলো তার গাওয়া কোনও আধুনিক গান। ২৭ অক্টোবর কণার গাওয়া ‘ইচ্ছেগুলো’ গানচিত্রটি এই মাইলফলক অতিক্রম করে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

সিএমভি’র প্রযোজনায় শরীফ আল দীনের কথায় নাজির মাহমুদের সুরে এই গানচিত্রটি প্রকাশ পেয়েছিল ২০১৭ সালে।

চার কোটি ভিউ পার করা প্রসঙ্গে কণা বলেন, ‘গানটি বেশ সফট আর রোমান্টিক। যে গানগুলোর কদর আমাদের এখানে সচরাচর খুব একটা দেখা যায় না। এটি আমারও অসম্ভব পছন্দের একটা গান। তবে ভাবিনি, অন্যরাও এভাবে পছন্দ করবেন। এটা আমাদের সংগীতাঙ্গনের জন্য শুভ লক্ষণ বলেই মনে করি। তা না হলে, এই গান হিট হতো না। আমি কৃতজ্ঞ শ্রোতা, দর্শক এবং গানটি সৃষ্টির সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি। এমন গান আরও করতে চাই।’

গানটির ভিডিওতে মডেল হয়েছেন আজহার ও তাসনুভা তিশা। নির্মাণ করেছেন একে পরাগ। কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিতি ছিলো কণারও।

ইচ্ছেগুলো:

এদিকে করোনাকালের ভয়কে জয় করে সাত মাস পর সম্প্রতি স্টেজ শো আর রেকর্ডিং-ও শুরু করেছেন কণা। তবে সেটা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে।

ইচ্ছেগুলো কণা চার কোটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর