Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের শিকার নারীর ‘গল্পটা আমার’


২৯ অক্টোবর ২০২০ ১৯:০২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ২১:২৫

রক্ষণশীল পরিবারের মেয়ে ফারিন। জন্মদিন পালন করতে প্রেমিকের বাসায় যায়। রাতে সেখান থেকে ফেরার পথে গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করে কোন গাড়ি পাচ্ছিলো না। এদিকে বাসা থেকে তার বাবা বারবার ফোন করে। এ সময় একটা মাইক্রোবাস তার সামনে দাঁড়ায়। ড্রাইভার কোথায় যাবেন বলে ডাকাডাকি করে। ফারিন গন্তব্য বললে ড্রাইভার তাকে গাড়িতে উঠতে বলেন।

গাড়িতে আরো কয়েকজন লোক ছিলো। ফারিন একটু দ্বিধা করলেও বোরকা পরা একজনকে দেখে আশ্বস্ত হয়। কিছুদূর যাওয়ার পর গাড়ির ভেতরের লোকজনের আচরণ তার ভেতরে সংশয় তৈরি করে। নেমে যাবে সে উপায়ও নেই। তারা গাড়ি থামাচ্ছে না। এক পর্যায়ে ধর্ষণের শিকার হয় সে। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পায় ফারিন।

বিজ্ঞাপন

সুস্থ হওয়ার পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারে না সে। ঘটনা জানার পর তার প্রেমিক তাকে প্রত্যাখ্যান করে। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সে। একদিন বাবা জোর করে মনোবিদের কাছে নিয়ে যায় তাকে। মনোবিদ মনোজ ধীরে ধীরে তাকে স্বাভাবিক করে তোলে।

এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘গল্পটা আমার’। অর্পিতা সরকারের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অভিজিৎ ঘোষ শুভ। অভিনয় করেছেন মনোজ, তাসনিয়া ফারিন, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

‘গল্পটা আমার’ টেলিফিল্মটি প্রচারিত হবে ৩১ অক্টোবর (শনিবার) রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে।

অভিজিৎ ঘোষ শুভ অর্পিতা সরকার জয়ন্ত চট্টোপাধ্যায় টেলিফিল্ম ‘গল্পটা আমার’ তাসনিয়া ফারিন মনোজ মাছরাঙা টেলিভিশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর