Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াঙ্কার ‘দ্য হোয়াইট টাইগার’র ফার্স্ট লুক


২৯ অক্টোবর ২০২০ ১৪:১৩

কাজের অন্ত নেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। তার আগামী দিনের ছবিগুলির ওপর চোখ রাখলেই এ কথা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই মুহূর্তে কিয়ানু রিভসের সঙ্গে ‘ম্যাট্রিক্স’ ছবির সিক্যুয়েলের কাজে ব্যস্ত। এর পর তিনি গায়িকা সেলিন ডিয়ন আর স্যাম হিউগেনের সঙ্গে ‘টেক্সট ফর ইউ’ নামে একটি ছবি করবেন। এরই মধ্যে নিজের আপকামিং ফিল্ম ‘দ্য হোয়াইট টাইগার’র ফার্স্ট লুক ট্রেলার প্রকাশ করলেন তিনি।

অরবিন্দ আদিগার বেস্ট সেলিং নভেল ‘দ্য হোয়াইট টাইগার’র উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ফিল্ম। এ বছরই ডিসেম্বর মাসে নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আর ২০২১ সালের জানুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্মে এর স্ট্রিমিং শুরু হবে।

বিজ্ঞাপন

https://www.instagram.com/tv/CG48V-0ngI-/?utm_source=ig_web_button_share_sheet

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফার্স্ট লুক ট্রেলারটি প্রকাশ করে প্রিয়াঙ্কা লিখেছেন, “দ্য হোয়াইট টাইগার’র ফার্স্ট লুক ট্রেলার তুলে ধরছি। নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার এবং ২০০৮ সালের ম্যান বুকার পুরস্কারজয়ী অরবিন্দ আদিগার নভেলকে ভিত্তি করে এই ফিল্ম তৈরি হয়েছে।” এই ছবিতে পিংকি ম্যাডামের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগের পোস্টেই নিজের চরিত্র সম্পর্কে ভক্তদের জানিয়েছিলেন তিনি।

‘দ্য হোয়াইট টাইগার’ প্রিয়াঙ্কা চোপড়া ফার্স্ট লুক ট্রেলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর