Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবি-নির্মাতা টোকন ঠাকুরের গ্রেফতারে উত্তাল ফেসবুক


২৬ অক্টোবর ২০২০ ১৩:১২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২০ ১৫:৫৭

২০১২-১৩ সালে ‘কাঁটা’ নামক একটি চলচ্চিত্রের জন্য সরকারি অনুদান পান কবি টোকন ঠাকুর। কিন্তু সময়মত ছবিটি জমা না দেওয়ায় তথ্য মন্ত্রণালয় তার বিরুদ্ধে মামলা করে। সে মামলায় রবিবার (২৫ অক্টোবর) রাতে নিউমার্কেট থানা পুলিশ রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। আর এ গ্রেফতারে ক্ষোভে ফেটে পড়েছে চলচ্চিত্র ও সাহিত্যের মানুষেরা। তারা তাদের ফেসবুক আইডিতে এর প্রতিবাদ জানিয়েছেন।

আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী টোকন ঠাকুরের দ্রুত জামিন নিশ্চিত করার দাবি জানান। তিনি লেখেন, ‘ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দেয়ার পরও কত মানুষ রাজার হালে ঘোরে, আর সামান্য কয় লাখ টাকার একটা অনুদানের সিনেমা টাইমলি না দেয়াতে আমার বন্ধু কবি টোকন ঠাকুরকে গ্রেপ্তার করা হইছে! আমি বলছি না, অনুদানের টাকার ছবি টাইমলি না দেয়া উচিত কাজ! কিন্তু একটা ছবি বানাতে গিয়ে কত রকম ঘটনা-দুর্ঘটনা ঘটতে পারে! তাই আশা করি তথ্য মন্ত্রণালয়ের ভাই-বোনেরা ব্যাপারটা আন্তরিকতার সঙ্গে দেখে একটা সুরাহা করবেন!এবং আদালতও ব্যাপারটা আন্তরিকভাবে দেখবেন যাতে টোকনের জামিন দ্রুত নিশ্চিত হয়! আপাতত এইটুকুই বলার!’

বিজ্ঞাপন

‘সিনেমা জীবন খায়! জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় ফুরায়ে যায় এই দেশে একটা সিনেমা ভেবে, বানিয়ে শেষ করতে।  কি এমন টাকা!  তার আবার তছরুপের অভিযোগ। নির্মাতা, কবি টোকন ঠাকুরকে হেনস্তা করার তীব্র প্রতিবাদ জানাই। টোকনদা হেসেই বুঝিয়ে দিলো এই আস্পর্ধা অমার্জনীয়’— লেখেন নির্মাতা মাহমুদ দিদার।

‘আয়নাবাজী’খ্যাত অমিতাভ রেজা লেখেন, ‘কবি টোকন ঠাকুর ছবিটা নির্মাণ করতে পারছেন না হয়তো অর্থের অভাবে, তা ছাড়া কবি মানুষ সিনেমা নির্মাণের ভঙ্গি হয়তো বুঝতে পারেন নাই, তাই দয়া করে ওনাকে গ্রেপ্তার করে বিপদে না ফেলে, সবাই মিলে ওনার সিনেমাটা শেষ করার চেষ্টা করি। মুক্তি দেয়া হোক আমাদের কবিকে।’

বিজ্ঞাপন

গ্রেফতার টোকেন ঠাকুর প্রতিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর