Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রযোজক জায়েদ খানের সদস্য পদ স্থগিত


২৫ অক্টোবর ২০২০ ১৯:৫১

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে প্রযোজক সমিতির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে গত জুলাইয়ে। তখন তাকে বয়কট করে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এবার তার চলচ্চিত্র প্রযোজক সমিতির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রযোজক সমিতির এ সংক্রান্ত একটি নোটিশ রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের জেড কে মুভিজের ঠিকানায় পাঠানো হয়েছে। প্রযোজক ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জায়েদ খানকে বয়কট করার পর প্রযোজক ও পরিবেশক সমিতি ১২ জুলাই কারণ দর্শানোর নোটিশ দেয়। জায়েদ খান নোটিশের জবাবও দেন।

সামসুল আলম জানালেন, জায়েদ খানের জবাবে সন্তুষ্ট হয়নি সমিতি। এর প্রেক্ষিতে ৩ অক্টোবর সমিতির ১১তম সভায় বিস্তারিত আলোচনার পর অপরাধের ধরন ও পরিসীমা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জায়েদ খানের সদস্যদপদ স্থগিত করা হয়।

এদিকে জায়েদ নোটিশ পাওয়ার কথা স্বীকার করলেও এ নিয়ে মন্তব্য করতে চাননি।

জায়েদ খান টপ নিউজ সদস্যপদ স্থগিত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর