Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাস্যময়ী পরীমনি (ফটোস্টোরি)


২৪ অক্টোবর ২০২০ ২০:১৮

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিন শনিবার (২৪ অক্টোবর)। এ উপলক্ষ্যে রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজন করা হয়েছে জন্মদিনের জমকালো অনুষ্ঠানের। সে অনুষ্ঠানের ড্রেস কোড ‘সবুজ’। বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনা সমালোচনার শিকার হয়েছেন এ অভিনেত্রী। তার জন্মদিনে আমাদের এ বিশেষ ফটো ফিচার।

পরীমনির চলচ্চিত্রে অভিষেক হয়েছিল শাহ আলম মন্ডলের ‘ভালোবাসা সীমাহীন’। ছবিটিতে তার বিপরীতে ছিলেন জায়েদ খান।

গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’-এ অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। সে ছবির পর থেকে ছবি নির্বাচনে হয়েছেন সচেতন।

 

ঈদে কিংবা করোনাকালে এফডিসিতে দুস্থ শিল্পী ও কুশলীদের জন্য কোরবানি দিয়ে হয়েছেন প্রশংসিত। প্রায়ই প্রকাশে কিংবা আড়ালে করেন সাহায্য সহযোগিতা।

খোলামেলা পোশাকের ছবি দেওয়ার কারণে সাইবার বুলিংয়ের শিকার হন প্রায়ই। কিন্তু ‘ড্যাম কেয়ার’ পরী।

পরীমনির গাড়ি বিলাসের কথা সবার জানা। কদিন আগে তিনি সাড়ে ৩ কোটি টাকা দিয়ে কিনেছেন ‘রয়েল ব্লু’ রঙের ‘মাসেরাতি’। ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড ‘মাসেরাতি’।

নিজেকে রবীন্দ্রনাথের প্রেমিকা হিসেবে দাবি করেন। ইচ্ছে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথের গল্পে অভিনয় করার।

অভিনয়ের বেশ ক্ষুধা রয়েছে তার মাঝে। তাই তো ‘মুহুয়া সুন্দরী’র পরিচালক যখন প্রযোজকের অভাবে সমস্যায় পড়েছিলেন তখন ছবিটির সহ-প্রযোজক হন তিনি।

বর্তমানে অভিনয় করছেন রায়হান জুয়েল পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ।

বিজ্ঞাপন

বিয়ে-প্রেম নিয়ে বেশ আলোচনায় ছিলেন কদিন। বর্তমানে এসব নিয়ে ভাবতে চান না তিনি।

জন্মদিন পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর