Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৃত্য অনুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’


২৪ অক্টোবর ২০২০ ১৬:৪৯

চলছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজা উপলক্ষ্যে এবার দেশীয় চ্যানেলগুলোতে করা হয়েছে নানা ধরণের আয়োজন। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দীপ্ত আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। তারা প্রচার করবে বিশেষ নাচের অনুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’।

‘ছন্দে জাগে প্রাণ’ অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন। গানে নৃত্যে দুর্গাপূর্জার নানান থিমকে ফুটিয়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

পূজা উপলক্ষে নাচের এই বিশেষ অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী সোহেল রহমান, আনিকা রহমান শখ, মন্দিরা চক্রবর্তী, মীম চৌধুরী, শাওন শান, মোহনা মীম, তুষার, লাবণ্যসহ নৃত্যালোক কালচারাল সেন্টারের শিল্পীবৃন্দ।

নাচের এই বিশেষ অনুষ্ঠান প্রচার হবে সোমবার (২৬ অক্টোবর)বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ মাসুদ মিয়া।

ছন্দে জাগে প্রাণ দীপ্ত টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর