Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঙের খেলার সুরের ভেলায় পূজার মেলায়


২৪ অক্টোবর ২০২০ ১৫:২৬

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন চ্যানেল আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। দুরন্ত টেলিভিশনও আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানে।  এ আয়োজনে থাকছে তাদের জনপ্রিয় অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’- এর বিশেষ পর্ব  ‘রঙের খেলায়  সুরের ভেলায় পূজার মেলায়’।

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিশেষ এই পর্বে শিশুদের সাথে একসাথে গান গাইবেন তিন খালামনি। দেবলীনা সুর, চম্পা বণিক এবং আবিদা সুলতানা। গানে গানে শিশুরা মেতে উঠবেন পূজার আনন্দে।

বিজ্ঞাপন

ঢাক-ঢোল ও ধুপের সাথে পূজার গান গেয়ে আনন্দে মেতে উঠবে সবাই।  ‘রঙের  খেলার সুরের  ভেলায় পূজার  মেলায়’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির।

পূজার  এই বিশেষ পর্বটি প্রচারিত হবে  শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায়।

রঙের খেলায়  সুরের ভেলায় পূজার মেলায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর