Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রযোজক শরীফ উদ্দিন খান দীপু আর নেই


২৩ অক্টোবর ২০২০ ১৫:২৪

মারা গিয়েছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের নামকরা প্রযোজক শরীফ উদ্দিন খান দীপু। তিনি রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

দীপু হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। শরীফ উদ্দিন খান দীপুর ম্যানেজার বাবু জানান, করোনায় আক্রান্ত হলে সপ্তাহ দুয়েক আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন আগে করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও তাকে আইসিইউতে রাখা হয়েছিল। কারণ তার ফুসফুসে ইনফেকশন ছিল।

বিজ্ঞাপন

চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি দীপু পরিচালনা করেছিলেন। ঢাকায় তার দুটি সিনেমা হল ছিল। তিনি মোট ২২টি ছবির প্রযোজক ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল—হিরা আমার নাম, দেশ দরদী, কালপুরুষ, বাবা নাম্বার ওয়ান, আমি গুন্ডা আমি মাস্তান, অ্যাকশন জেসমিন, কোটি টাকার প্রেম প্রভৃতি।

শরীফ উদ্দিন খান দীপু প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক, ফিল্ম ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন একসময়।

প্রযোজক শরীফ উদ্দিন খান দীপু