Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজায় হৈমন্তী রক্ষিতের দুটি গান


১৯ অক্টোবর ২০২০ ১৭:৫৯

‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে নতুন দুটি গান শ্রোতাদের সামনে আনছেন তরুণ সঙ্গীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাশ। ‘দুর্গতিনাশিনী’ ও ‘পূজা এলো’ শিরোনামের গান দুটি এ সপ্তাহেই ইউটিউবে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে গানের শুটিং ও সম্পাদনা।

‘দুর্গতিনাশিনী’ শিরোনামের গানের গীতিকার ডি সেন্টু। এতে সুর করেছেন উজ্জল সিনহা। একক কণ্ঠের গানটি কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে পাবে।

বিজ্ঞাপন

‘পূজা এলো’ শিরোনামের গানটি করেছেন কলকাতার আকাশ সেনের সঙ্গে। ডুয়েট গানটি লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। সুর এবং সংগীতায়োজন করেছেন আপন খান এবং এমএমপি রনি। এটি আসবে ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে।

হৈমন্তী জানান, দুটি গানের মিউজিক ভিডিওয়ের শুটিং হয়েছে রমনা কালীমন্দিরে। ভিডিও দুটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন এবং কোরিওগ্রাফি করেছেন সারোয়ার শাকিল।

২০১৮ সালে আকাশ সেনের সাথে দ্বৈত কণ্ঠে পূজায়  ‘দুর্গা মা ’ নামে একটি অ্যালবাম বের করেছিলেন হৈমন্তী রক্ষিত। ইউটিউবে তাদের গানটি এক কোটিরও বেশি দর্শক উপভোগ করেন।

পূজার গান হৈমন্তী রক্ষিত