Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম-দ্বিতীয় দুটোই অপূর্ব-মেহজাবীন


১৯ অক্টোবর ২০২০ ১৭:৩৩

ইউটিউব ভিউ ১ কোটি পার করেছে অপূর্ব ও মেহজাবীন অভিনীত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। মাত্র ৭৩ দিনে এ অর্জন নাটকটির। এর আগে একই জুটির ‘বড় ছেলে’ নাটকটি ৩৪ দিনে ১ কোটি ভিউ পার করে। রেকর্ডের বিচারে দ্বিতীয় দ্রুততম কোটি ভিউ ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’র। অর্থ্যাৎ প্রথম ও দ্বিতীয় দুটি অবস্থানই অপূর্ব ও মেহজাবীনের।

‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ পরিচালনা করেছেন রুবেল হাসান। চিত্রনাট্য করেছেন রাজীব আহমেদ।

বিজ্ঞাপন

পরিচালক বলেন, ‘এতটা পাবো কল্পনাও করিনি। আমরা চেয়েছি মজার ছলে দর্শকদের একটা ভালো বার্তা দিতে। সেটিকে দর্শকরা গ্রহণ করায় আরও ভালো কাজের জন্য উৎসাহ পেলাম।’
অপূর্ব-মেহজাবীনের ভাষ্যটাও বেশ কাছাকাছি। তারা বললেন, ‘দ্রুততম ১০ মিলিয়নের ক্লাবে এতদিন আমাদের রোল নম্বর ছিল এক। এবার যুক্ত হলো আরও একটি। অর্থাৎ প্রথম দুটি দ্রুততম নাটকই আমাদের! এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। কৃতজ্ঞতা জানাই দর্শক এবং নির্মাতা-প্রযোজককে। তাদের জন্যই আজ আমাদের এতদূর আসা।’

‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ প্রযোজনা করেছে সিএমভি মিউজিক।

অপূর্ব মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ মেহজাবীন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর