Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিহার ‘কেন আজ’


১৯ অক্টোবর ২০২০ ১৭:১২

পুরো নাম মালিহা তানজুম হলেও সবাই তাকে চেনে মালিহা ডিউ নামে। ছোটোবেলা থেকেই গান করেন। ইউটিউবে নিজের অফিশিয়াল চ্যানেলে বেশ কিছু কভার সং পেয়েছে শ্রোতাপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় মালিহা ডিউর প্রথম মৌলিক গান ‘কেন আজ’র ভিডিও প্রকাশিত হয়েছে লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে।

গানটির কথা লিখেছেন রণক ইকরাম।  সুর ও সংগীত পরিচালনা করেছেন  দীন ইসলাম শারুখ। গানটির ভিডিও পরিচালনা, সম্পাদনাও দীন ইসলাম শারুখের।

বিজ্ঞাপন

মালিহা বর্তমানে উচ্চ শিক্ষার্থে কানাডায় অবস্থান করছেন। দেশে থাকা অবস্থাতেই এই গানটির কাজ শেষ করে গিয়েছিলেন তিনি।

নিজের প্রথম মৌলিক গান প্রসঙ্গে মালিহা বলেন ‘নিজের মৌলিক গান প্রকাশের আনন্দটা বলে বোঝাতে পারবো না। আর এইগানের কথা ও সুর যখন গেয়েছি তখনই নিজের মনে গেঁথে গিয়েছিল। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’

কেন আজ মালিহা ডিউ মিউজিক ভিডিও

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর