Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্থ প্রতীম রায়ের গান ‘দুর্গা মা’


১৯ অক্টোবর ২০২০ ১৪:০৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ১৪:১১

দূর্গাপুজার গান ‘দুর্গা মা’ প্রকাশিত হয়েছে। পার্থ প্রতীম রায়ের গাওয়া গানটি ‘পিপিআর মিউজিক’ নামক ইউটিউব চ্যানেলে দেখা ও শোনা যাচ্ছে। এর কথা, সুর গায়কের। সঙ্গীতায়োজনে গায়কের সঙ্গে ছিলেন রূপন চৌধুরী।

জানা গেছে, গানটিতে ইলেকট্রনিক বাদ্যযন্ত্রকে সহকারী বাদ্যযন্ত্র হিসেবে রেখে মূল বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে দেশজ বাদ্যযন্ত্র—ঢোল, ঢাক, এসরাজ, পাখোয়াজ, সান্তোর, সানাই, করতাল, মন্দিরা, ট্রেম্বরিন, শঙ্খ ইত্যাদি । তার সবই একুষ্টিক (লাইভ) রেকর্ড করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছে ‘তির্থক’। পরিচালনা করেছেন তির্থক আহসান রুবেল।

বিজ্ঞাপন

ভিডিওতে অংশ নিয়েছেন রূপাঞ্জনা, রঞ্জু, শিউলী, ভ্যালেন্টাইন, পুলক, রাজিব, অন্তু, অমিত, ঐশ্বর্য প্রমুখ।

পরিচালক জানান, শূন্য বাজেটে ‘দুর্গা মা’ গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ‘ভিডিওর শুটিং চলাকালে মুষলধারে বৃষ্টির সম্মুখীন হতে হয়। বৃষ্টির মাত্রা এতটাই প্রকোট ছিল যে ২ দিনে মাত্র ৪ ঘণ্টা সময় পাওয়া যায় কাজ করার। পরিবেশ পরিস্থিতির কারণে আমরা স্ক্রিপ্টে বড় ধরনের পরিবর্তন আনি।’

‘দুর্গা মা’ গানের ভিডিওয়ের চিত্রগ্রহণে তারেক বাবু। সম্পাদনা করেছেন হাসান মাহাদী।

দুর্গা মা পার্থ প্রতীম রায়