নুসরাত ফারিয়ার ‘আমি চাই থাকতে’
১৪ অক্টোবর ২০২০ ১৭:৪৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১৭:৪৯
জনপ্রিয় চলচ্চিত্র তারকা নুসরাত ফারিয়ার গাওয়া দ্বিতীয় গান প্রকাশিত হয়েছে। ‘আমি চাই থাকতে’ শিরোনামের গানটি প্রকাশিত ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশের (এসভিএফ) ইউটিউব চ্যানেল থেকে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে গানটির ভিডিও দেখা যাচ্ছে। ইউটিউব ছাড়াও বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে গানটি দেখা যাচ্ছে।
গানটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মাস্টার ডি। কথা লিখেছেন সৈয়দ আতিক। ভিডিওটি নির্মাণ করেছেন বাবা যাদব।
গানটি প্রসঙ্গে নুসরাত ফারিয়ার বলেন, ‘এবারের গানটি বেশ আলাদা। অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল মাস্টার ডি’র সঙ্গে কাজ করার। কাইনেটিক মিউজিকের সহযোগিতায় সেটি সম্ভব হলো। গানটি প্রযোজনা ও পরিবেশনা করেছে এসভিএফ। বিদেশের বড় প্রতিষ্ঠান ও ব্যক্তি এই প্রজেক্টের সঙ্গে জড়িয়ে আছে। আমি উদগ্রীব হয়ে আছি দর্শক-শ্রোতাদের মন্তব্যের জন্য।’
এর আগে ২০১৮ সালে দেশের সিএমভি ও ভারতের এসভিএফ’র ব্যানারে প্রকাশ হয় নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। গানটি তখন বেশ আলোচিত হয়।