Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন মরমী শিল্পী আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম


১৩ অক্টোবর ২০২০ ১৩:৩৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ১৩:৪৪

মারা গেলেন বাংলাদেশের লোকসংগীতের প্রাণপুরুষ আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২টা ২৫মিনিটে রাজধানীর বনশ্রীতে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। উল্লেখ্য, জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনি রোগে ভুগছিলেন।

জমিলা আলীম’র মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে তার পুত্রবধূ নাহিদ শারমিন জানালেন, ‘বার্ধক্যজনিত কারণে গতকাল রাতে আমার শাশুড়ি মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় খিলগাঁওয়ের বায়তুল আমান মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়ে মরহুমার গ্রামের বাড়ি নবাবগঞ্জের দোহারে দাফন করা হবে।’

বিজ্ঞাপন

১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মারা যান বাংলাদেশের লোকসংগীতের প্রাণপুরুষ, লোকসংগীতের মুকুটহীন সম্রাট, কিংবদন্তি মরমি শিল্পী আবদুল আলীম।

আবদুল আলীম আবদুল আলীমের স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর