Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্রামের রয়েছেন মিলন


১২ অক্টোবর ২০২০ ১৯:২০

গত ৮ অক্টোবর হাসপাতালে ভর্তি হন আনিসুর রহমান মিলন। জনপ্রিয় এ অভিনেতা মূলত শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে যান। পরবর্তীতে ১০ অক্টোবর তিনি বাসায় ফিরেন। ডাক্তার তাকে এক সপ্তাহের বিশ্রাম দিয়েছে।

মিলনের ভাই সুমন জানান, বাসায় ফিরলেও মিলন পুরোপুরি সুস্থ নন। আমরা প্রথমে স্ট্রোক ভেবেছিলাম। কিন্তু রিপোর্টে তা আসেনি। ওনার হাতের পেশি ফুলে গেছে। এটা অতিরিক্ত পরিশ্রম থেকে আবার করোনার কারণে হতে পারে। যদিও ওনার করোনা টেস্টে প্রথমবার নেগেটিভ এসেছে। আবার দুদিন পর টেস্ট করানো হবে। তখন বুঝা যাবে আসলে কী হয়েছে।’

বিজ্ঞাপন

মঞ্চের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন আনিসুর রহমান মিলন। পরে টেলিভিশন ও সিনেমায় থিতু হন তিনি। সালাউদ্দিন লাভলু’র ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন এই তারকা।

২০০৫ সালে কোহিনুর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এই শক্তিমান অভিনেতার। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সমানতালে কাজ করছেন ছোট ও বড় পর্দায়। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও প্রশংসিত মিলন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর