বউ-শ্বাশুড়ির গল্প নিয়ে ‘পাপনামা’
১২ অক্টোবর ২০২০ ১৪:৪২ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১৫:১৬
তরুণ নির্মাতা রুবেল আনুশের নতুন ছবি ‘পাপনামা’। এটি তার নির্মিত দ্বিতীয় ছবি। এর কাহিনি বউ ও শ্বাশুড়িরর মধ্যকার দ্বন্দ্ব নিয়ে।
এ ধরনের গল্প নিয়ে অতীতে অনেক ছবি হয়েছে। আপনার ছবির আলাদা বিশেষত্ব কী? এমন প্রশ্নে আনুশ বলেন, ‘আগের ছবিগুলোতে কাউকে না কাউকে খারাপ দেখানো হয়েছে। কিন্তু আমার ছবিতে আসলে তাদের মধ্যকার দূরত্ব কিংবা দ্বন্দ্ব কেন তৈরি হয় সে বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা হয়েছে।’
‘পাপনামা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। এতে তাকে একই সঙ্গে মা ও মেয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া আরও অভিনয় করেছেন সানজিদা তন্বী, দীপংকর দীপক, জুয়েল সালমান, শিমুল খান ও সোহেল খান।
ইতোমধ্যে ছবিটির একটি টিজার প্রকাশিত হয়েছে অনলাইনে। সেটি বেশ প্রশংসিত হচ্ছে দর্শক ও বোধা মহলে।
ছবিটির অধিকাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। তবে দুদিনের মত শুটিং বাকি রয়েছে। ফজলুর রহমান বাবুরও এতে অভিনয়ের কথা রয়েছে।
আগামী বছরে শুধু সিনেপ্লেক্সে কেন্দ্র করে ‘পাপনামা’ মুক্তির পরিকল্পনা পরিচালকের।
রুবেল আনুশ পরিচালিত প্রথম ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন।
নিষিদ্ধ প্রেমের গল্প পাপনামা মনিরা মিঠু রুবেল আনুশ সানজিদা তন্বী