Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের উৎসবে জয়ার ছবি


১১ অক্টোবর ২০২০ ১৪:৪৩

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘বিনি সুতো’য় প্রদর্শিত হবে ‘হাওয়াই আন্তর্জাতিক চলচিত্র উৎসব’-এ। উৎসবটির ৪০তম আসর বসছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের হনোলুলুতে।

উৎসবটির ওয়েবসাইট থেকে জানা গেছে, ‘বিনি সুতোয়’ (ইংরেজি নাম ‘উইদাউট স্ট্রিংস) ‘স্পটলাইট ইন্ডিয়া’ বিভাগে মনোনীত হয়েছে। ৫ নভেম্বর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

উচ্ছ্বসিত জয়া আহসান বলেন, ‘ছবিটি নামজাদা এই উৎসবে ভারতের একমাত্র ছবি হিসেবে এবার চূড়ান্ত হলো। একজন অংশীদার হিসেবে এই খবরটি আমার জন্য খুবই উৎসাহের বিষয়। আমি আমার পরিচালক ও টিমের প্রতি কৃতজ্ঞ, এমন একটি জটিল চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য।’

অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ২০১৯ সালে ভারতের কলকাতা ও চব্বিশ পরগণার টাকিতে এর শুটিং হয়। অভিনয়ের পাশাপাশি এর একটি গানেও কণ্ঠ দিয়েছিলেন জয়া আহসান।

জয়া আহসান বিনি সুতো যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর