মার্চে আসছে স্পিলবার্গের নতুন সিনেমা
১২ মার্চ ২০১৮ ১৭:০৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
জগৎ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ, নির্মাণ করেছেন তার নতুন সিনেমা ‘রেডি প্লেয়ার ওয়ান’। মার্চের শেষে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সম্প্রতি হয়েছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী। আমন্ত্রীত অতিথিরা ছবিটি দেখে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন পরিচালককে। টেক্সাসের ‘সাউথওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ দেখানো হয় ছবিটি।
‘রেডি প্লেয়ার ওয়ান’ সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা। ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন স্টিভেন স্পিলবার্গ। ‘রেডি প্লেয়ার ওয়ান’ নামেই আর্নেস্ট ক্লাইনের লেখা উপন্যাস থেকে সিনেমার জন্য চিত্রনাট্য লিখেছেন জ্যাক পেনি ও আর্নেস্ট ক্লাইন।
ছবিতে দেখানো হয়েছে ভবিষ্যত দুনিয়ার কাল্পনিক রূপ। যেখানে মানুষ তাদের অধিকাংশ সময় কাটায় ভার্চুয়াল দুনিয়ায়। সিনেমার দর্শনগত বৈশিষ্ট হলো সুন্দর আগামীর। পরিচালক বলছেন, পৃথিবীর স্রষ্টা মানুষকে অনেক ক্ষমতা দিয়ে গেছেন, সেই সব উপাদান খুঁজে বের করে সুন্দর ভাবে মানুষ পৃথিবীকে এগিয়ে নিয়ে যায় সুন্দর পথে।
সারাবাংলা/পিএ