এ মাসেই গৌতমের হচ্ছেন কাজল
৬ অক্টোবর ২০২০ ১৪:৪৫ | আপডেট: ৬ অক্টোবর ২০২০ ১৪:৪৮
ভারতের তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল বিয়ে পিঁড়িতে বসতে যাচ্ছেন। তিনি ব্যবসায়ী গৌতম কিসলুর সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন। ভারতীয় গণমাধ্যমের কাছে তিনি নিজে খবরটি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে গৌতম ও কাজলের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে। গৌতম একজন সফল উদ্যোক্ততা। তিনি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কর্মাস প্রতিষ্ঠান চালান।
বিয়ের পুরো আয়োজনটি বেশ বড়সড় করবেন কাজল। এটি হবে মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলে। অনুষ্ঠানে দুজনের ঘনিষ্ঠ বন্ধুরা অংশ নিবেন।
https://www.instagram.com/p/CF_boUwHquE/?utm_source=ig_web_button_share_sheet
a
কাজল তার ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে জানান তিনি ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। করোনার কারণে স্বল্প পরিসরেই অনুষ্ঠানটা হবে।
করোনাভাইরাসের কারণের কাজল অভিনীত ‘ইন্ডিয়ান ২’ সিনেমাটির মুক্তি আটকে রয়েছে।