Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ঘৃণা


৬ অক্টোবর ২০২০ ১৪:২৪

‘বহু আগে যে কথা কবিগুরু বলেছেন/ সে কথায় সকলেই ধর্ষক হয়েছেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে/ তব ঘৃণা যনে তারে তৃণসম দহে। ঘৃণা-ঘৃণা-ঘৃণা সব ধর্ষকের জন্য/ সমঘৃণা বাকী সব দর্শকের জন্য’। এমন ব্যতিক্রমী কথায় ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দীন ইসলাম শারুখ।

‘ঘৃণা’ শীর্ষক গানটির কথা লিখেছেন রণক ইকরাম। র‌্যাপ গানটির সুর সংগীত ও কণ্ঠ দীন ইসলাম শারুখের।

প্রতীকী ভিডিওটিতে অভিনয় করেছেন আনিকা অনি, ম্যাগডেলিনা রোজারিও, অনিমা মীম ও হোসাইন ইকবাল। লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত ভিডিওটি পরিচালানা করেছেন শারুখ ও বিষু।

গান প্রসঙ্গে শারুখ বলেন, ‘দেশে চলমান ধর্ষণকান্ডের প্রতিবাদস্বরূপ এই গানটি তৈরি করেছি। যে নরপশুরা ধর্ষণ করছে তারা যেমন অপরাধী, তেমনি সে অপরাধ সহ্য করে আমরাও অপরাধী হচ্ছি। তাই প্রতিবাদ করা উচিত।  সবাই যদি যার যার জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলি, তাহলে ধর্ষণব্যাধি থেকে সমাজকে মুক্ত করা যাবে।’

ঘৃণা দীন ইসলাম শারুখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর