Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়


৬ অক্টোবর ২০২০ ১৩:৩৫

কলকাতার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবরটি জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জানা গেছে, জনপ্রিয় এ অভিনেতা শারীরিকভাবে অসুস্থ থাকায় তার জন্য কলকাতার একটি হাসপাতালে সিট বুক করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা পরীক্ষা করলে তার রেজাল্ট পজিটিভ আসে।

হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন,  করোনার রিপোর্ট পজিটিভ হলেও তার অবস্থা স্থিতিশীল। তাকে আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি তার চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হচ্ছে।

এর আগেও টলিউডে হানা দিয়েছে করোনাভাইরাস। অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবার, চিত্র পরিচালক রাজ চক্রবর্তী-সহ অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন।

তবে তারা প্রত্যেকেই কোভিডকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।

বাংলা সিনেমার পাশাপাশি টেলিভিশনের অভিনেতা ও কুশীলবরাও আক্রান্ত হয়েছেন কভিড ১৯-এ।

করোনাভাইরাস সৌমিত্র চট্টোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর