Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়েলের অভিযোগে থানায় গেলেন অনুরাগ


২ অক্টোবর ২০২০ ১৭:৪১

সময়টা ভালো যাচ্ছে না বলিউডের নামী পরিচালক অনুরাগ ক্যাশপের। অভিনেত্রী পায়েল ঘোষ তার বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ এনেছেন। এ নিয়ে সবাই তাকে ধুয়ে দিচ্ছে। সে অভিযোগে তার বিরুদ্ধে সমন জারি করেছিলো ভারসোভা থানা। পুলিশি সমনের জবাব দিতে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টা নাগাদ থানায় দুজন সঙ্গীকে নিয়ে উপস্থিত হন অনুরাগ।

অনুরাগ ক্যাশপের বিরুদ্ধে পায়েল প্রথম অভিযোগ আনেন গত ২২ সেপ্টেম্বর। যেখানে তিনি জানিয়েছিলেন, ২০১৩ সালে কাজের ব্যাপারে কথা বলতে অনুরাগের বাড়ি গিয়েছিলেন। সেই সময়ে একটি নির্জন কক্ষে তাকে যৌন হেনস্থার চেষ্টা করেন অনুরাগ। তিনি প্রশাসনের কাছে এর শক্ত প্রতিকার চেয়েছিলেন।

বিজ্ঞাপন

অভিযোগ দায়ের করে পায়েল জানান, তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। প্রশাসন যদি অনুরাগের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয় তাহলে তিনি অনশনে যাবেন।

তবে প্রথম থেকেই অনুরাগ ক্যাশপ পায়েলের সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি বলেন, প্রথমত পায়েল যা বলছে তার সবই মিথ্যে। আর আমি ব্যক্তিগতভাবে এধরনের কোন কাজ কখনই কারো সঙ্গে করিনি কিংবা সমর্থনও করি না।

এদিকে অভিযোগের পর পায়েল ঘোষকে মুম্বাইয়ের আন্ধেরীতে সরকারি হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

অনুয়াগ ক্যাশপ পায়েল ঘোষ যৌন হেনস্থা